রাজাপুরে চিতাবাঘ আকৃতির ৪ ছানা উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

হাওর বার্তা ডেস্কঃ ঝালকাঠির রাজাপুরে চিতাবাঘ আকৃতির চারটি ছানা উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নৈকাঠি বাসস্ট্যান্ড এলাকায় বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় মামুন নামে এক ব্যক্তির কাছ থেকে ছানাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় আনোয়ার হোসেন মিলন জানান, চিতাবাঘের বাচ্চার মতো দেখতে এ বাচ্চাগুলো বিক্রির জন্য বস্তায় ভরে দূরে কোথাও বাসে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই ব্যক্তি। বিষয়টি উপজেলা বন বিভাগকে অবহিত করলে তারা এসে ছানাগুলো উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেন।

উপজেলা বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে শের-ই বাংলার জন্মভূমি সাতুরিয়া মিয়া বাড়ির গহীন জঙ্গলে ছানাগুলো অবমুক্ত করা হয়। ছানাগুলো দেখে বন বিড়ালের বাচ্চা হবে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, সাতুরিয়া মিয়া বাড়ির গহীন জঙ্গল থেকে ছানাগুলো ধরা হয়েছিল। পুনরায় যেখান থেকে ধরা হয়েছিল সেখানেই অবমুক্ত করা হয়েছে। যাতে মা বন বিড়ালটিকে খুব সহজেই বাচ্চাগুলো খুঁজে পায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর