বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়াল

হাওর বার্তা ডেস্কঃ সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জানা গেছে, এখন পর্যন্ত ১০ লাখ ছয় হাজার তিনশ ৫১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৪৭ হাজার আটশ ৯৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছে দুই কোটি ৪৮ লাখ ৭৬ হাজার দু’শ ৯২ জন।

বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও মেক্সিকোতেই মোট মৃত্যুর অর্ধেক ঘটেছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর তালিকায় রয়েছে যথাক্রমে, ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা।

বর্তমানে বিশ্বে আক্রান্ত অবস্থায় আছে ৭৬ লাখ ৬৫ হাজার দু’শ ৫৩ জন। তাদের মধ্যে ৬৫ হাজার তিনশ ৪৯ জনের অবস্থা গুরুতর। অন্যদের পরিস্থিতি স্থিতিশীল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর