রোশান-মাহির ‘আশীর্বাদ’ শুরু

হাওর বার্তা ডেস্কঃ রোশান ও মাহিয়া মাহি জুটির প্রথম ছবি ‘আশীর্বাদ’ এর শুটিং শুরু হলো। রোববার সকাল থেকে রাজধানীর পুরান ঢাকায় পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক এ ছবির শুটিং করেন।

২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ‘আশীর্বাদ’। প্রযোজনার পাশাপাশি ছবি কাহিনীকার জেনিফার ফেরদৌস।

রোশান, মাহি ছাড়াও প্রথমদিনের শুটিংয়ে অংশ নেন কাজী হায়াত, রেবেকা, রায়হান মজিব, রেহানা জলিন প্রমুখ।

প্রযোজক জেনিফার ফেরদৌস জানান, করোনার কারণে ছোট পরিসরে কেক কেটেই শুটিং শুরু করেন। তিনি বলেন, প্রথম লট চলবে সপ্তাহখানেক।

আশীর্বাদ ছবির নায়ক রোশান হলেও শুরু তার নায়িকা ছিলেন অপু বিশ্বাস। প্রযোজকের সঙ্গে মতের অমিল হওয়ার পরবর্তীতে অপুকে সরিয়ে মাহিকে নেয়া হয়েছে।

‘আশীর্বাদ’ হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। এ নিয়ে রোশান বলেন, এবারই প্রথম ৭১ এর রণাঙ্গনের দিনগুলোর গল্পে কাজ করছি। গল্পের মূল প্লট মুক্তিযুদ্ধ ঘিরে। দুঃখের গল্প। যে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা গর্ব করি সেই গল্পে কাজ করতে পারাটা সৌভাগ্যের বিষয়।

তিনি বলেন, মানিক ভাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা। তার সঙ্গে কাজের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। আমার ফ্যানরা চাইছিল মাহির বিপরীতে কাজ হোক। তাদের চাওয়াও পূরণ হচ্ছে। সবমিলিয়ে আশীর্বাদ আমার জন্য লাকি প্রজেক্ট হতে যাচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর