অষ্টগ্রামে চেক বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন উদ্বোধন করেন এমপি তৌফিক

হাওর বার্তা ডেস্কঃ অষ্টগ্রাম উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষনার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এসব বিতরণ করা হয়। এ সময় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষনার্থীদের মাঝে ১৮ জনের মাঝে প্রত্যেককে ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয় এবং ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা হক রত্নাসহ প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর