আইওএস ১৪ ডিভাইসে ডিফল্ট করা যাবে জিমেইল

হাওর বার্তা ডেস্কঃ আইফোনের জন্য এরইমধ্যে নতুন আইওএস ১৪ উন্মুক্ত করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আইওএস ১৪ চালিত ডিভাইস ডিফল্ট অ্যাপ হিসেবে সেট করা যাবে জিমেইল।

নতুন আপডেটের পর ডিফল্ট মেইল অ্যাপ হিসেবে জিমেইল সেট করতে চাইলে প্রথমে সেটিংসে যেতে হবে। এরপর  ‘Gmail’ এ গিয়ে ‘Default Mail App’ অপশনটি পাওয়া যাবে।

শুধু জিমেইল নয়, চাইলে ক্রোম ব্রাউজারও ডিফল্ট হিসেবে চালু করতে পারবেন অ্যাপল ব্যবহারকারীরা। তবে বাগের কারণে থার্ড পার্টি ব্রাউজার ও মেইল অ্যাপ সিলেক্ট করলেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাপলের ডিফল্ট ব্রাউজার সাফারি ও মেইল অ্যাপ চালু হচ্ছে। অ্যাপল এখনো এ সমস্যার সমাধান দেয়নি।

আইওএস ১৪ এ ডিফল্ট হিসেবে থাকবে জিমেইল

আইওএস ১৪ এ ডিফল্ট হিসেবে থাকবে জিমেইল

এদিকে গুগল জানিয়েছে, জিমেইলের লোগো অচিরেই পাল্টে যাবে। নতুন লোগোর উপরে শুধু ‘এম’ লেখা থাকবে। সাদা খামের অংশটি বাদ দেয়া হবে। ইমেইল শুধু চিঠি প্রদানের ইলেক্ট্রনিক সংস্করণ নয়, এর ব্যবহার আরও অনেক বেশি বিস্তৃত এটি বোঝাতেই খাম মুছে ফেলবে গুগল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর