টটেনহ্যামের প্রথম জয়ে ৪ গোল দিলেন সন

হাওর বার্তা ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউদাম্পটনকে ৫-২ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেল টটেনহ্যাম হটস্পার। দলের এই বড় জয়ে একাই চার গোল করেছেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন।

স্পার্সদের জয়ের ম্যাচে দক্ষিণ কোরিয়া জাতীয় দলের তারকা সনের চারটি গোলেই সরাসরি অবদান আছে হ্যারি কেনের। ২০০৩ সালের মে’র পর এই প্রথম অন্য খেলোয়াড়ের হ্যাটট্রিকে একাই অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন তিনি।

 তবে কারো ৪ গোলে একাই অ্যাসিস্ট করায় কেনই প্রথম। পরে অবশ্য প্রাপ্য একটি গোলের দেখা পেয়েছেন স্পার্সদের ইংলিশ অধিনায়কও।

প্রিমিয়ার লিগের ২০২০/২১ মৌসুমে এটাই টটেনহ্যামের প্রথম জয়। এর আগে এভারটনের কাছে নিজেদের উদ্বোধনী লিগ ম্যাচে ১-০ গোলে হার মেনে ছিল কোচ হোসে মরিনহোর দল।

অথচ ম্যাচের ৩২তম মিনিটে পিছিয়েই পড়েছিল টটেনহ্যাম। ড্যানি ইংসের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক সাউদ্যাম্পটন। পরে টানা চার গোল (৪৫+২, ৪৭, ৬৪ ও ৭৩তম মিনিটে) করে স্পার শিবিরকে জয়ের পথ সুগম করেন সন হিউং-মিন।

 ৮২তম মিনিটে টটেনহ্যামকে পঞ্চম গোল উপহার দেন তারকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি থেকে আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন সাউদ্যাম্পটনের ড্যানি ইংগস।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর