মোহ

হাওর বার্তা ডেস্কঃ 
অলৌকিক কোন বস্তু নয়
নয় কোন যাদু মন্ত্র
এক প্রকার নেশা হয়তোবা
নয়তো কোন তন্ত্র।
একটা পিছুটানে
মানুষকে নিয়ে যায় বহুদুরে
জীবনটাকে নস্ট করার কারিগর
কিংবা কোন যড়যন্ত্র।
কোন লিপ্সা কোন মধুর গন্ধ
ভাবতে গেলে ভাল লাগে
থাকবে না কোন অস্তিত্ব।
পৃথিবীর সমস্ত মায়া মমতা ক্ষুন্ন
বিধ্বস্ত স্নেহের বাঁধন
আপনজনরা ও হয় পর
এ কোন খেলা বিধি?
তবে কি একটা মোহ মাত্র??
আসলে পৃথিবী টা বড়ই অদ্ভুদ
মানুষগুলো বড়ই বিচিত্র
এখানে সবাই সবার স্বার্থ নিয়ে মত্ব।
কেউ কাউকে বুঝতে চায় না
কারও দুঃখে কেউ শরীক হয় না
কিন্তু সুখের ভাগী সবাই চায়
জীবনের সংকটময় মুহুর্তে
কেউ পাশে থাকেনা।
আপনাকে নিয়ে ব্যস্ত সবাই
স্বার্থের লোভে একজন
অন্যজনকে করে খুন।
ভাই ভাইকে চেনেনা
প্রয়োজনে দুরে ঠেলে দেয়
রক্তাক্ত হয় জীবন,
মোহটা এমনই হয়
যার জন্য সবই হয় পর।

লেখকঃ মোহাম্মদ তোবারক হোসেন সহকারী শিক্ষক বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠামইন,কিশোরগঞ্জ।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর