বিশ্বে করোনায় প্রাণহানি ৯ লাখ ৬০ হাজারের বেশি

হাওর বার্তা ডেস্কঃ নভেল করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত নতুন এই রোগটিতে ৯ লাখ ৬১ হাজার ৩৭৩ জনের মৃত্যু হয়েছে।

মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ২৪৯ জনে। সুস্থ ২ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৮০ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৯ লাখ ৬৭ হাজার ৪০৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৮২৪ জন। সুস্থ ৪২ লাখ ২৩ হাজার ৬৯৩ জন।

দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৫৩ লাখ ৯৮ হাজার ২৩০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৯৯ হাজার ৭২৪ জন। মারা গেছেন ৮৬ হাজার ৭৭৪ জন।

ব্রাজিলে ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ২৮ হাজার ৩৪৭ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৯৭ হাজার ২৫১ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৯ হাজার ৩৩৯ জন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর