এবার গান গেয়ে সবার মন মাতালেন মুখ্যমন্ত্রী মমতা

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের এ বছরের মহালয়া। মহালয়া উপলক্ষ্যে দেবী দূর্গার বন্দনায় গানে মেতে উঠলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজ কণ্ঠে তিনি গাইলেন, জাগো তুমি জাগো জাগো দুর্গা…। আর দারুণভাবে গাওয়া সে গানে মন মাতালেন শ্রোতাদেরও।

মঞ্চে কখনো তার কবিতায় উঠে এসেছে দেশ ও দশের কথা। নাগরিকত্ব সংশোধনী আইন হোক বা ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার অথবা নোটবন্দি- কবিতায় গর্জে উঠেছেন মমতা।

কখনো গদ্য লেখায় সমাজের দর্পণ। আবার কখনো তার তুলির টানে জীবন্ত হয়েছে ক্যানভাস।

এর আগে স্থানীয় পুঁজা কমিটির থিম সং-টাও লিখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও দিয়েছেন। তবে গান করলেন এবার।

মহালয়ায় ফেসবুকে নিজের গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। তাতে ভক্ত-সমর্থকদের প্রশংসা, স্তুতিপূর্ণ কমেন্টও চোখে পড়েছে সবার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর