এমবাপে এক মৌসুম পরই পিএসজি ছাড়বেন

হাওর বার্তা ডেস্কঃ বয়স ২০ বছরের আগেই বড় তারকা। বিশ্বের নামীদামী ক্লাবগুলো তাকে পেতে মরিয়া। সুযোগটা কাজে লাগাতে চান কাইলিয়ান এমবাপে নিজেও। খবর, চলতি মৌসুমটা হতে চলেছে পিএসজিতে ফরাসি তরুণের শেষ মৌসুম।

২০১৭ সালে মোনাকো থেকে আসার পর পিএসজির সঙ্গে চুক্তিতে আরও দুই মৌসুম বাকি আছে এমবাপের। চুক্তি শেষ হবে ২০২১-২২ সালে।

ফরাসি গণমাধ্যম বলছে, এমবাপে নাকি এরইমধ্যে ক্লাবের বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি পরের গ্রীষ্মেই, অর্থাৎ ২০২০-২১ মৌসুম শেষেই ক্লাব ছাড়তে চান। একবছর আগেই বিষয়টা জানিয়ে রাখলেন যেন ক্লাব তার বিকল্প খোঁজার যথেষ্ট সময় পায়।

অল্প বয়সে বিশ্বকাপ জেতা হয়ে গেছে এমবাপের। ভাগ্য থাকলে চ্যাম্পিয়ন্স লিগটাও জেতা হয়ে যেত। বায়ার্ন মিউনিখের কাছে হেরে সেটা পূরণ হয়নি গত আসরে, তাই ফরাসি স্ট্রাইকার ক্লাবকে জানিয়েছেন এবার নতুন চ্যালেঞ্জ নেয়ার সময় হয়েছে।

বিশ্বের অন্যতম গতিশীল স্ট্রাইকারকে পাওয়ার জন্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের স্বপ্ন নতুন কিছু নয়। গত দুমৌসুম ধরেই এমবাপেকে পাওয়ার চেষ্টায় আছে তারা। এদিকে লিওনেল মেসি যদি আগামী মৌসুমে ন্যু ক্যাম্প ছাড়েন শূন্যস্থান পূরণে এমবাপেকে বার্সেলোনাও পেতে চাইবে সেটা নতুন কিছু নয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর