করোনা জয় করে দলে ফিরলেন দীপক চাহার

হাওর বার্তা ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের ডানহাতি পেসার দীপক চাহার অবশেষে দলের সঙ্গে ফিরলেন৷ দুবাই পৌঁছে কোয়ারেন্টাইনে থাকার সময় করোনা টেস্টে পজিটিভ আসার পর আইসোলেশনে ছিলেন চাহার৷ কিন্তু তারপর দু’টি কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন বলে জানান চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন৷

তিনি বুধবার জানিয়েছেন, ‘কোয়ারেন্টাইনে থাকা ভারতীয় ব্যাটসম্যান ব্যতীত অন্যরা সবাই বেরিয়ে এসেছে। ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার দু’বার নেগেটিভ টেস্ট হওয়ার পর ফিরে এসেছে।’

অন্য খেলোয়াড় যার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল, সেই ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড অবশ্য এখনও দলের সঙ্গে যোগ দেয়নি৷ বিশ্বনাথন বলেন ও এখনও কোয়ারেন্টাইনে রয়েছে যদিও তার কোনও লক্ষণই নেই।

সংযুক্ত আরব আমিরাতে প্রাথমিক কোয়ারেন্টাইন সময়কালের পরে চেন্নাই সুপার কিংস শিবিরে ১৩ জন সদস্যের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল৷ যার মধ্যে দু’জন ছিলেন ক্রিকেটার৷ একজন দীপক চাহার এবং অন্যজন রুতুরাজ গায়কোয়াড৷ এই দু’জনকেই ১৪ দিনের জন্য আইসোলেশনে রাখা হয়৷ সেখানে থেকে পরপর দু’বার নেগেটিভ টেস্ট হওয়ার পর অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন চাহার৷ তবে গায়কোয়াডের কোয়ারেন্টাইন শেষ হবে ১২ সেপ্টেম্বর৷

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর