নীরবতা

হাওর বার্তা ডেস্কঃ
চঞ্চল কুহেলিকা কভু
শান্ত নীড়ে পায় না ঠাঁই
তবু ও কি সে শান্ত নয় ?
থাকেনা কি শান্তি কুঞ্জে।
মানুষ চঞ্চল থাকে
যখন সুখের সাগরে
হাবুডুবু খেলে আর নাচে আনন্দে।
কেন তবে নীরব হয় ?
নীরব হয় তার
বিবেকের কাছে নীরব হয়,
যখন প্রকৃতি বিরুপ থাকে
নীরব হয় তখন,
যখন আপনজনেরা স্বার্থের
লোভে পর হয়।
নীরব হয় তখন,
যখন কাউকে
ভালবেসে প্রতারণা
আর ছলনাই পায়।
নীরব হয় তখন,
যখন আঘাত আর যন্ত্রনায়
কাটা মোরগের মত
ছটফট করে হৃদয়।
নীরব হয় তখন,
যখন সুখ নামের
সোনার হরিণ
বুকে লাথি মেরে দুরে ঠেলে দেয়।
আবার নীরব হয় তখন,
যখন হাজারো কবিতা,
হাজারো গান,আঁকা
ছবি গল্প কিংবা উপন্যাসে
ছন্দ খুজে বেড়ায়।
নীরব হয় তখন,
যখন এই ইহ জগতের লোভ লালসা
ছেড়ে দিয়ে পরকালে মেতেরয় ,
তবেই বুঝে নিলাম আমি
কবি নীরব রয়।।।
লেখকঃ মোহাম্মদ তোবারক হোসেন মাস্টার সহকারী শিক্ষক বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মিঠামইন, কিশোরগঞ্জ। 
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর