নির্ঘুম প্রহরী

হাওর বার্তা ডেস্কঃ 

শীতের কোয়াশা ভেজা
বসন্তের হিমেল হাওয়া
চাঁদর গায়ে, নয়তোবা খাকি মোটা কাপড়

মুখে একটি বাশিঁ,
হাতে মোটা লাঠি
পায়ে মোজা সু-জুতা।
হঠাৎ কোন অদ্ভুদ শব্দ
কম্পিত হয়ে হৃদয়,
শংকায় ফিরে দেখে
একটি কুকুর তার পিছু যায়।
পার্শ্বে মসজিদ,
মোয়াজ্জিনের আযানের অপেক্ষা
ঘন ঘন ঘড়ির কাটা দেখা।
অনিচ্ছা সত্বেও হুশিয়ার সাবধান
সাবধান ঐ….. সাবধান
পারলে মিনিটে-না পারলে
১০মিনিট পর পর বিড়ি/সিগারেট,
আর সুযোগ পেলে, অন্য কিছু
অন্ধকার রাত্রিতেও ব্যাটারি টর্চ
সব সময় হাতে ঝুলানো।
বিশাল এরিয়া তবু ভয় নাই,
কিংবা দুঃসাহস আছে বা নেই বুকে,
কখনো চাঁনী রজনী
গ্রীষ্মের পরশ বর্ষার অনাবিল সুখ।
প্রকৃতির বিশাল সৌন্দর্য
মাঝে মাঝে মনে সুরের ছুয়া
ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লীগীতি
কিংবা মারফতি ধরন।
সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত
কোথাও থামার অবকাশ নেই।
তবু পথ চলার ফাঁকে ফাঁকে
একটু দাঁড়ানো বা চুপচাপ
চাঁদর মোড়ে বসে বিড়ি টানা
কাউকে পেলে একটু সুযোগ পাওয়া
গল্প একখানা জুড়িয়ে দেয়া।
একটি পরিবার কিংবা সমাজ, বাজার
শহর বন্দর নগর রাস্তায় থাকে যে জনে
কেউ বলে চৌকিদার, কেউ পাহারাদার
কেউবা বলে নৈশ প্রহরি, কেউবা নাইটগার্ড
আসলে কর্ম যাচায় করে দেখ
সে তো একজন নির্ঘুম প্রহরী।
লেখক মোহাম্মদ তোবারক হোসেন মাষ্টার।

বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
মিঠামইন, কিশোরগঞ্জ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর