“জননী”

হাওর বার্তা ডেস্কঃ 
দশ মাস দশ দিন যিনি
করি ধারন গর্ভে তাহার
অতি কস্টে প্রসবিল মোরে
সেতো মোর দুঃখী জননী।।
অন্ধকার কুটিরে
কাটায়ে পঞ্চদিবা
সপ্তদিনে নাম
আকিকা তাহার
হোক বা না হোক
সর্বদা থাকে প্রভুর নাম।।
শিশু কালটায় কত কস্টে
কখনে ঘুমিয়ে কিংবা সারারাত
কখনো এক পায়ে রয় দাঁড়িয়ে ;
সময় মত হয় না খাবার
তবু থাকে বেঁচে।।
শীতকালে ভিজা কাপড়ে
কিংবা ভিজা বিছানায়
হায়রে কস্ট করে মা’য়
এ কোন মায়ায়।।
অসুখ বিসুখ হলে পরে
মা তোর থাকেনা
ঘরে পাড়া পাড়া ঘুরে বেড়ায়
ডাক্তার কবিরাজ করে।।
রক্ত বাঁধন বলতে যা বুঝি
সে তো মায়ের রক্ত
নারীর টানে মায়া মমতা
তাই তো করে ভক্ত।।
সেই মায়ের চরন তলে
বেহেশত শুনি মিলে
ভক্তি কর মায়ের পদতলে
সে তো মোর দুঃখী জননী।।
লেখকঃ মোহাম্মদ তোবারক হোসেন (মাষ্টার) সহকারী শিক্ষক বৈরাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিঠামইন, কিশোরগঞ্জ।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর