বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়াল

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো আড়াই কোটি। দু’লাখ ৬০ হাজারের মতো ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে মারা গেছেন আরও ৫ হাজার ২শ’ মানুষ। এ নিয়ে মোট মৃত্যু ৮ লাখ ৪৭ হাজারের কাছাকাছি। শনিবার (২৯ আগস্ট) দিনের সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ দেখেছে ভারত। এদিন রেকর্ড ৮০ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মারা গেছেন সাড়ে ৯শ’ মানুষ। ফলে দেশটিতে করোনায় মোট মৃত্যু ৬৩ হাজার ৬৫৭; মোট আক্রান্ত সাড়ে ৩৫ লাখ মানুষ।

মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রেও একদিনে আরও সোয়া ৯শ’ প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। ফলে দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৮৭ হাজার ছুঁইছুঁই; আক্রান্ত সাড়ে ৬১ লাখ। দিনে ৯শ’র বেশি মৃত্যু দেখেছে ব্রাজিলও। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ২০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত ৬৪ হাজারের মতো মৃত্যু রেকর্ড হয়েছে মেক্সিকোতে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর