বিশ্বব্যাপী করোনা থেকে ১ কোটি ৬৮ লাখের বেশি মানুষ সুস্থ

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস এ বিশ্বব্যাপী বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ কোটি ৪৩ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ২৮ হাজার ৭১৫ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৫৬৭ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৭২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৩ লাখ ১৩ হাজার ৮৬১ জন, ব্রাজিলে ২৯ লাখ আট হাজার ৮৪৮, ভারতে ২৫ লাখ ২৩ হাজার ৪৪৩, রাশিয়ায় সাত লাখ ৮৬ হাজার ১৫০, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ২৫ হাজার ২৪২, পেরুতে চার লাখ ২১ হাজার ৮৭৭, মেক্সিকোতে তিন লাখ ৯৬ হাজার ৭৫৮, চিলিতে তিন লাখ ৭৬ হাজার ২৬৮, ইরানে তিন লাখ ১৪ হাজার ৮৭০, পাকিস্তানে দুই লাখ ৭৮ হাজার ৯৩৯, সৌদি আরবে দুই লাখ ৮৪ হাজার ৯৪৫, তুরস্কে দুই লাখ ৩৯ হাজার ৭৯৭, ইতালিতে দুই লাখ ছয় হাজার ৩২৯, জার্মানিতে দুই লাখ ১৪ হাজার ২৩৩, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৯০ হাজার ১৮৩, কাতারে এক লাখ ১৪ হাজার ৫৫৮, কানাডায় এক লাখ ১২ হাজার ৪৫৫, ফ্রান্সে ৮৫ হাজার ৫২৪ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪৬ জন এবং ওমানে ৭৯ হাজার ৪০৯ সুস্থ হয়ে উঠেছেন।

এ ছাড়া কুয়েতে ৭৩ হাজার ৯০৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৯ হাজার ৭০, সিঙ্গাপুরে ৫৪ হাজার ৯৭১, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৪৬১, অস্ট্রেলিয়ায় ২০ হাজার ১০০ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৭৮ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ২৯ হাজার ৫৪১ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর