করোনা থেকে সুস্থ এক কোটি ৬৫ লাখের বেশি মানুষ

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৪০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ২৭ হাজার ৩২৯৮ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৭৯৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ১৪৩ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩২ লাখ ৫৪ হাজার ১৮২ জন, ব্রাজিলে ২৮ লাখ ৪৮ হাজার ৩৯৫, ভারতে ২৪ লাখ ৬৭ হাজার ২৫২, রাশিয়ায় সাত লাখ ৭৯ হাজার ৭৪৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ২০ হাজার ৩৮১, পেরুতে চার লাখ সাত হাজার ৩০১, মেক্সিকোতে তিন লাখ ৯৩ হাজার ১০১, চিলিতে তিন লাখ ৭৪ হাজার ৪৬৩, ইরানে তিন লাখ ১৩ হাজার ৫৮, পাকিস্তানে দুই লাখ ৭৮ হাজার ৪২৫, সৌদি আরবে দুই লাখ ৮৩ হাজার ৯৩২, তুরস্কে দুই লাখ ৩৮ হাজার ৭৯৫, ইতালিতে দুই লাখ ছয় হাজার ১৫, জার্মানিতে দুই লাখ ৯ হাজার ৬০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৮৬ হাজার ৭৫৬, কাতারে এক লাখ ১৪ হাজার ৩১৮, কানাডায় এক লাখ ১২ হাজার ৫০, ফ্রান্সে ৮৫ হাজার ৫২৫ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ১৫ জন এবং ওমানে ৭৯ হাজার ১৪৭ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৭৩ হাজার ৪০২ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ৭৫৪, সিঙ্গাপুরে ৫৪ হাজার ৮১৬, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৩৬৮, অস্ট্রেলিয়ায় ১৯ হাজার ৬০৩ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৭১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে  ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ২৩ হাজার ২৬৬ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর