ফাইনালে যে কৌশলে খেলবে বায়ার্ন-পিএসজি

হাওর বার্তা ডেস্কঃ পর্তুগালের লিসবনে বাংলাদেশ সময় আজ রাত ১টায় চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এর আগে আটবার গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল তারা। যাতে বায়ার্নের জয় ৩টি, পিএসজির জয় ৫টি।

পিএসজির বিপক্ষে বায়ার্নের কৌশল কেমন হবে? এমন প্রশ্নের জবাবে দলীয় কোচ হ্যানসি ফ্লিক বলেন, ‘পিএসজির খেলা বিশ্লেষণ করে বুঝেছি, ওরা প্রচণ্ড গতিতে আক্রমণে উঠে আসে। আমাদের রক্ষণ মজবুত করে খেলতে হবে। আমাদের প্রধান অস্ত্র বিপক্ষকে চাপে ফেলা। গত দশ মাস ধরে এ ভাবেই খেলছি। কোনো অবস্থাতেই রণনীতি পরিবর্তন করব না। প্রতিপক্ষের ফুটবলারদের বল ধরতে না দেয়াই হবে আমাদের লক্ষ্য।’

পিএসজি কোচ টমাস টুকেল অবশ্য কেনো মন্তব্য করতে রাজি হননি প্রতিপক্ষকে নিয়ে।
শুধু বলেছেন, ‘এখন প্রধান কাজ হচ্ছে মনঃসংযোগ নষ্ট হতে না দেয়া। আমাদের যাত্রা শেষ হয়নি। ফাইনাল এখনো বাকি। এই পরিস্থিতিতে আমাদের শাস্ত ও চাপমুক্ত থাকতে হবে।’
প্যারিস সেন্ট জার্মেইর মূল অস্ত্র নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। যেকোনো সময় ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন তারা। তবে বায়ার্ন মিউনিখের বরার্ট লেভানদোস্কি-সার্জ নাব্রিও কম নয়। ব্যবধান গড়ার সক্ষমতা আছে তাদেরও। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজির মুখোমুখি হওয়ার আগে হুঙ্কার ছুঁড়লেন বায়ার্ন তারকা জশুয়া কিমিচ। তিনি বলেন, ‘নেইমার- এমবাপ্পে দুর্দান্ত ফরোয়ার্ড ঠিকই কিন্তু আমরাও কোনো অংশে পিছিয়ে নেই।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর