জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ভার্চুয়াল আলোচনা সভা

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের উপর Google Meet Platform এ গতকাল রাতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদ এবং করোনায় আক্রান্ত শিক্ষকসহ জাতীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা ভার্চুয়াল আলোচনা সভা পালন করা হয়। সভায় সকলের বিদ্রেহী আত্মার শান্তি কামনা করা হয়। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বাকশিস এর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনায় করেন সহ-সভাপতি অধ্যাপক শফিকুর রহমান বাদশা, বাকশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ফয়েজ হোসেনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাকশিস কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ সংযুক্ত হিসাবে বক্তব্য রাখেন তাদের মধ্যে অধ্যক্ষ জুলহাস উদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যাপক আজহার আলী, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অধ্যক্ষ আবদুর রহমান, অধ্যাপক রাজ কুমার সরকার, অধ্যাপক সাদিয়া শারমিন, অধ্যাপক এ এইচ এম মনিরুজ্জামান, অধ্যাপক মোশাররফ হোসেন খান, অধ্যাপক মোঃ মুনিরুল ইসলাম, অধ্যক্ষ ফরিদ আহমদ, অধ্যাপক মধু রহমান, অধ্যাপক মুর্শিদ শাকুরী, অধ্যাপক হায়দার আলী, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক আফরোজ ফাতেমা, অধ্যাপক সৈয়দ নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।   সভায় অধ্যক্ষ আসাদুল হক বলেন,বঙ্গবন্ধু ও তাঁর পরিবার হত্যার রহস্য উদঘাটনে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করুন। স্বাধীনতা বিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে অকার্যকর রাস্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। পাকিস্তানী ভাবধারা প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে কবর দিতে চেয়েছেন। কিন্তু ইতিহাসের আমোঘ নিয়মে বঙ্গবন্ধু স্বমহিমায় উদ্ভাসিত। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা তথা তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতত্বে উন্নত, আধুনিক ও সমদ্ধশালী দেশ প্রতিষ্ঠার জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে হবে। মান সম্পন্ন শিক্ষার জন্য অবিজ্ঞ শিক্ষক প্রয়োজন। শিক্ষকদের অভুক্ত রেখে তাদের রুটি রুজির সংগ্রামের মান সম্পন্ন শিক্ষা আশা করা যায়না। তিনি শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা মোকাবিলায় অবিলম্বে শিক্ষক নেতৃবৃন্দের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি বৈঠকের আহবান জানান।  সভায় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাব পরবর্তী আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় দেশের শিক্ষা ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে সংস্কার কর্মসূচি গ্রহণের আহবান জানায়। তিনি বঙ্গবন্ধুকে যথাযোগ্য মর্যাদায় অধিষ্ঠিত করতে তাঁর সঠিক প্রগতিশীল আদর্শ চর্চার মাধ্যমে  শোষণহীন,বৈষম্যহীন রাস্ট্র বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। সহ-সভাপতি অধ্যাপক শফিকুর রহমান বাদশা বলেন বঙ্গবন্ধু ও তাঁর পরিবার হত্যার রহস্য উদঘাটনে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করার দাবি এবং বঙ্গবন্ধু হত্যায় জড়িত অবশিষ্ট খুনীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ হোসেন শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিরসনে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনার আলোকে এবং জাতীয় উন্নয়ন ও গুনগত মান সম্পন্ন শিক্ষার স্বার্থে প্রাথমিক স্তর পরবর্তী সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা ও পরিকল্পনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর