এবার অনুমোদন পেল চীনা করোনা ভ্যাকসিন

হাওর বার্তা ডেস্কঃ প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফল হওয়ার পর নিজেদের তৈরি একটি করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে চীন। ‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি রোববার নিবন্ধিতও হয়েছে।

চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) টুইটারে এ তথ্য জানিয়েছে। টুইট বার্তায় বলা হয়, চীন প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। পিপলস লিবারেশন আর্মি (চীনা সেনাবাহিনী) -এর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল ও স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে তৈরি করেছে ভ্যাকসিনটি। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলতে সক্ষম।

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের বরাত দিয়ে চীনা বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, করোনার এই ভ্যাকসিনটি মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। আর দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন।

সিনহুয়া জানিয়েছে, ট্রায়ালের ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ভ্যাকসিন কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্রিয়ায় ভালো সক্ষমতা প্রদর্শন করে।

এর আগে করোনার প্রথম ভ্যাকসিনের নিবন্ধন করে রাশিয়া। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা এরই মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি করা শুরু করে দিয়েছে। তাদের করোনার ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের শরীরে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর