শত্রুর বিষে ভেসে উঠল ১০০ টন মাছ

হাওর বার্তা ডেস্কঃ সাভারের আশুলিয়ায় শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে প্রায় ১০০ টন মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচ কোটি টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি পুকুর মালিকের। এদিকে শত টন মাছ পচে দুর্গন্ধ ছড়িয়ে হুমকির মুখে পড়েছে পরিবেশ।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার ‘প্রাণ প্রকৃতি অ্যাগ্রো’ নামে মাছের খামারে এ ঘটনা ঘটে।

পুকুরের মালিক শরিফুল ইসলাম বলেন, ১৯৯৮ সাল থেকে পুকুরে মাছ চাষ করছি। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আমার পুকুরে বিষ দেয় দুর্বৃত্তরা। এতে পুকুরের ১০০ টনের বেশি কার্প জাতীয় মাছ মারা গেছে। যার বাজার মূল্য পাঁচ কোটি টাকারও বেশি।

তিনি বলেন, আমার বাবা জিরাবো গ্রামের চান মিয়া ব্যাপারী। আমরা পাঁচ ভাই মিলে নিজস্ব ৬৬ বিঘার একটি বড় পুকুরে কয়েক কোটি টাকা ব্যয় করে রুই, কাতল, সিলভার কার্প, ব্রিগহেড কার্প, টেংরাসহ দেশি পুঁটি মাছের চাষ করছিলাম। গত ২২ বছরে এমন কোনো ক্ষতি হয়নি। শত্রুতার জেরে আমাদের মাছগুলো বিষ দিয়ে মেরে ফেলেছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদ। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সাভারের ইউএনও শামীমা আরা নিপা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর