বিশ্রাম নিতে উপকূলীয় শহরে সৌদি বাদশাহ

হাওর বার্তা ডেস্কঃ অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠতে ও বিশ্রাম নিতে অর্থনৈতিক জোন নিওমে গেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর দিয়েছে।

এর আগে বাদশাহ ফয়সাল হাসপাতালে ৮৪ বছর বয়সী এই শাসকের পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছিল। গত ৩০ জুলাই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক ভিডিওতে দেখা গেছে, লোহিত সাগরের তীরে পরিকল্পিতভাবে গড়ে তোলা মেগাসিটি নিওমে চলে এসেছেন তিনি।

এই বয়স্ক শাসকের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা নিরসন করতে চাচ্ছে সৌদি আরব। ২০১৫ সাল থেকে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি শাসনের দায়িত্ব পালন করছেন বাদশাহ সালমান।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, নিওমে বিশ্রাম নিতে এসেছেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক। বিশ্রাম নেয়া ও সুস্থতার জন্য তিনি সেখানে কিছুদিন অবস্থান করবেন।

সৌদি আরবে বাদশাহর স্বাস্থ্য নিয়ে কথা বলার প্রবণতা একেবারে বিরলই বটে। গ্রীষ্মে মরোক্কো ও বিভিন্ন ইউরোপীয় দেশে অবকাশ পালন করাই সৌদি রাজপরিবারের ঐতিহ্য।

পশ্চিম উপকূলে একেবারে প্রস্তুতি ছাড়াই ৫০ হাজার কোটি ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে নিওম শহরটি।

চলতি বছরের শুরুতে উপজাতীয়দের ওপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলির পর সেখানে এক বিরল বিদ্রোহ দেখা দিয়েছে।

এই প্রকল্পের জন্য উপজাতীয়রা তাদের জমি দিতে অস্বীকার করেছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর