ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বাইডেনের পছন্দ কামালা হ্যারিস

হাওর বার্তা ডেস্কঃ ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত নারী সিনেটর কামালা হ্যারিসকে তার পছন্দ। খবর বিবিসি’র।

ডেমোক্রেটিক দলের হয়ে প্রথম কালো কোনো নারীকে ভাইস প্রেসিডেন্টের টিকিট দিয়ে একসঙ্গে লড়ে নির্বাচনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে উৎখাত করতে চান তিনি।

এদিকে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলছে। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর বিক্ষোভে ফুঁসে ওঠে মার্কিনিরা। এদিকে প্রথম এশিয়ান-আমেরিকান নারী হিসেবে ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে আছেন কালো কামালা হ্যারিস। এ পরিস্থিতিতে তিনি বাড়তি সুবিধা পাবেন বলে মনে করছেন জো বাইডেন।

৫৫ বছর বয়সী কামালা হ্যারিস ক্যালিফোর্নিয়া থেকে সিনেটর হয়েছেন। হ্যারিসের ব্যাপারে টুইটারে জো বাইডেন লিখেছেন, হ্যারিস হলেন তরুণদের জন্য নির্ভীক যোদ্ধা এবং দেশের অন্যতম সেরা সরকারি কর্মচারী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর