বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়ালো

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে ক্রমশ খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। সোমবার বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে আরেকটি দুঃখজনক মাইলফলক পার করলো পৃথিবী।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ২২ হাজার ২৬৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।

প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার সাথে সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৭৯৯ জন। সুস্থতার হার ৯৫ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। প্রায় ৫২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন দেশটিতে। এরপরেই বেশি আক্রান্ত হয়েছেন ব্রাজিলে, ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ মানুষ। তারপরে ভারতের মানুষ বেশি আক্রান্ত হয়েছেন, ২২ লাখ ১৪ হাজার ১৩৭ মানুষ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর