বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরের প্রকৃত সৌন্দর্য উপভোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ একদিনের সফরে এসে কিশোরগঞ্জে হাওরের সৌন্দর্য উপভোগ করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (৪ আগস্ট) তিনি জেলার নিকলী, মিঠামইন ও অষ্টগ্রামের হাওর এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি হাওর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। রাষ্ট্রপতি আবদুল হামিদের উদ্যোগে হাওরের উন্নয়ন প্রকল্পের কারণে সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর এই সৌন্দর্য উপভোগ করতে তেজগাঁও জোনের ডিসি হারুন-অর-রশিদের আমন্ত্রণে কিশোরগঞ্জে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন তার ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাতাসহ পরিবারের অন্যান্য সদস্যগণ  এবং ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা থেকে সড়ক পথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে নৌ-পথে দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে যান। সেখানে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) এর বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

পরে তিনি পুলিশের গাড়িতে চড়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর স্বপ্নের ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক ও ধলেশ্বরী নদীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতু পরিদর্শনে অষ্টগ্রাম যান।

বিকালে মিঠামইন সরকারি ডাক বাংলার সামনে গার্ড অব অনারের পূর্বে স্থানীয় এমপি রাষ্ট্রপতির তনয় রেজওয়ান আহাম্মদ তৌফিক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে অভ্যর্থনা জানান।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, সদর ইউপ চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফ কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোবারক আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইনুদ্দিন খান্দকার প্রমুখ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে মিঠামইনবাসীর পক্ষ থেকে অভ্যর্থনা জানান।

হাওর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার), মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

রাতে রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব প্রয়াত মরহুম আবদুল হাই সাহেবের করব জিয়ারত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে নৈশ ভোজের আয়োজন করেন।

নৈশ ভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকার উদ্দেশ্যে মিঠামইন ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর