রাজধানীতে ঝুম বৃষ্টিতে স্বস্তি নেমে এলো

হাওর বার্তা ডেস্কঃ বাংলার ঋতুতে এখন বর্ষাকাল চলছে। শ্রাবণজুড়ে বৃষ্টিও হয়েছে অসংখ্যবার। কিন্তু ভ্যাপসা গরমে গত দু’দিন অস্বস্তিতে ছিল রাজধানীবাসী। মঙ্গলবার সকাল ১১টায় ঝুম বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেল ঢাকাবাসী। এতে তাপপ্রবাহ কমেছে অনেকখানি।

বর্ষণের ফলে অফিস-আদালতগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হলেও গত ক’দিনের গরম বিবেচনায় স্বস্তির বৃষ্টি বলছেন নগরবাসী।

রাজধানীর কচুক্ষেত বারিধারা, কুড়িল, বাড্ডা, গুলশান, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের খবর দেন এসব এলাকায় থাকা এর প্রতিবেদকরা। তুমুল বৃষ্টিপাতের কারণে আলোর স্বল্পতায় হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় যানবাহনকে। অনেক এলাকায় সড়কে জমেছে পানি।

এর আগে সোমবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুই-তিন দিনের মধ্যে দেশের বেশকিছু অঞ্চলে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেসঙ্গে দেশের কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর