মুসলিম নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিল অনুমোদন

হাওর বার্তা ডেস্কঃ মুসলিমদের ওপরে আরোপ করা ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল অনুমোদন পেয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, বুধবারের এই ভোটে ২৩৩-১৮৩ ব্যবধানে বিলটি অনুমোদন দেয়া হয়।

‘নো ব্যান অ্যাক্ট’ নামের বিলটি  ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত পরিষদে ভালো সমর্থন পেলেও রিপাবলিকান এবং হোয়াইট হাউজের কারণে সিনেটে খুব একটা সুবিধা নাও করতে পারে।

বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হলে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পথ বন্ধ হয়ে যাবে।

২০১৭ সালে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে এই সাত দেশের অনেক নাগরিক ভিসা পান।

নাছোড়বান্দা ট্রাম্প স্থগিতাদেশের বিরুদ্ধে আবার আপিল করেন। সেই আপিলেও হেরে যান।

এরপর চলতি বছরের জানুয়ারিতে আবার একই ধরনের নিষেধাজ্ঞা নতুনভাবে আনার কথা জানান ট্রাম্প।

বুধবারের বিতর্কে ডেমোক্র্যাটরা অনেক আমেরিকান পরিবারের কষ্টের গল্প তুলে ধরেন, যারা এই ধরনের নিষেধাজ্ঞার কারণে অতীতে বিপদে পড়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর