ভারতের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীতে সব সূচকে দ্রুত গতিতে চলা পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ একটি । এমনকি উন্নয়নের কিছু সূচকে প্রতিবেশী ভারতের চেয়ে অনেক অগিয়ে রয়েছে বাংলাদেশ আর পাকিস্তান সব সূচকেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে বলে জনান প্রধানমন্ত্রী।

বুধবার সাড়ে ১২টায় বাংলাদেশ নেভাল একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা জানান।

এসময় প্রধানমন্ত্রী আগামী মাসে বাংলাদেশ নৌবাহিনীর বহরে ‘প্রত্যয় ও স্বাধীনতা’ নামে দুটি যুদ্ধ জাহাজ যোগ হবে বলেও ঘোষণা দেন।

এরআগে এই অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) লুৎফুর রহমান বাংলামেইলকে জানিয়েছিলেন, নৌবাহিনীর অনুষ্ঠান থেকে দুপুরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালনাধীন চিটাগং ড্রাই ডক ইয়ার্ডকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করতে নৌবাহিনীর ঈশা ঘাঁটিতে যাবেন প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর