আগামী শনিবার তামিম লন্ডন যাচ্ছেন চিকিৎসা করাতে

হাওর বার্তা ডেস্কঃ উন্নত চিকিৎসার জন‌্য শনিবার লন্ডন যাচ্ছেন তামিম ইকবাল। মঙ্গলবার রাতে হোয়াটসঅ্যাপ বার্তায় রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার।

চিকিৎসকের অ্যাপয়েনমেন্টের অপেক্ষায় ছিলেন তামিম। ডাক্তারের সঙ্গে সাক্ষাতের দিন-তারিখ চূড়ান্ত হওয়ায় দ্রুতই লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন তামিম। ঢাকায় সিটি স্ক্যানসহ একাধিক টেস্ট করিয়েছেন। কোনও রিপোর্টে সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। এজন‌্য লন্ডনে চিকিৎসককে দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

গত একমাসে তিনবার প্রচণ্ড ব্যাথা অনুভব করেছেন তামিম। হুট করে ব্যাথা বেড়ে যাওয়ায় ঘাবড়ে যাচ্ছেন। তাতে দ্রুতই চিকিৎসার প্রয়োজন বোধ করছেন।

মঙ্গলবার ভিডিও কলে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন তামিম। এই যাত্রায় পরিবারকে সঙ্গে নিচ্ছেন না। করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তার চিকিৎসা শুরু হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর