প্রয়োজনে অস্ত্র ব্যবহার : ইসি

অবৈধ পন্থায় ভোট নেয়ার চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে। প্রয়োজনে পুলিশ অস্ত্র ব্যবহার করবে। পুলিশকে এ নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাবেদ আলী এসব কথা বলেন। পৌরসভা নির্বাচনে প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব পালনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। আইনশৃঙ্খলা বাহিনী ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগে সার্বিক সহযোগিতা করবে। বগুড়া পৌর নির্বাচন প্রসঙ্গে জাবেদ আলী বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে বৃহৎ মডেল পৌরসভা হিসেবে বগুড়া দৃষ্টান্ত স্থাপন করবে। নির্বাচন আচরণবিধি ভঙ্গ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়াত-উদ দৌলা। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান, র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার মেজর আফজাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর