হেলিকপ্টারে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হলো সাহেদকে

হাওর বার্তা ডেস্কঃ পরীক্ষা ও চিকিৎসায় প্রতারণা মামলায় সাতক্ষীরা সীমান্তঞ্চলে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার তেজগাওয়ে পুরাতন বিমানবন্দরে পৌঁছায়। এর আগে সাতক্ষীরা থেকে এটি সকাল আটটার দিকে উড়াল দেয়।

ঢাকার তেজগাঁও পৌঁছানোর পর পরই সাহেদকে নিয়ে মাইক্রোবাসে করে অভিযানে চলে যায় র‍্যাব। সেখান থেকে জানানো হয়, বিকেল ৩টায় তাকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে ভোর সাড়ে ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি।

র‍্যাব থেকে জানানো হয়, পিস্তল হাতে বোরকা পরিহিত অবস্থায় নৌকায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সাহেদ।

বিতর্কিত ব্যবসায়ী সাহেদ সাতক্ষীরারই ছেলে। গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র‌্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন।

সাহেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর