গুগল সার্চে সবার ওপরে সানি লিওন

যতো সমালোচনায় থাকুক ওয়েব ভারতে তার শ্রেষ্ঠত্বে আর কেউ থাবা বসাতে পারেননি। সানি লিওনকে নিয়ে খোঁজ খোঁজ দশা কাটেনি ভারতের। গুগল ইন্ডিয়া বছরের শেষে ২০১৫ সালে তাদের সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করল তাতে সবার আগে সানি লিওন। গত বছরও সানিই ছিলেন গুগল ইন্ডিয়া সার্চে সবার আগে। ওয়েব দুনিয়ায় সানির জনপ্রিয়তার কাছে ম্লান হয়ে গেলেন সালমান খান, ক্যাটরিনা কাইফও।

বছরটা দারুণ ঘটনাবহুল গিয়েছে সালমানের। বিভিন্ন কারণে নরেন্দ্র মোদীও সারা বছর ধরে খবরের শিরোনামে ছিলেন। কিন্তু কোথায় কী! বছরে দুটো সিনেমা, একটা ট্রেলর আর একটা মিউজিক ভিডিও করে সানি ওয়েব ভারতের বিচারে সবাইকে ছাপিয়ে গেলেন।

ওয়েব ভারতে সানির জনপ্রিয়তার কাছে পাল্লা দিতে ব্যর্থ বলিউডে প্রথম সারির নায়িকারাও। গুগলে সর্বাধিক সার্চ ব্যক্তির প্রথম দশের মধ্যে একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব মোদী আছেন দশে। প্রথম দশে চমকে দেওয়া নাম দক্ষিণের নায়িকা কাজল আগরওয়াল। সাত নম্বরে আছেন হানি সিং। খবর: জি নিউজ

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর