চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ওপর শিবিরের হামলা

বিজয় দিবসে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ছাত্রলীগ কর্মীরা ফুল দেওয়ার পর তাদের ওপর হামলা চালিয়েছে ইসলামী ছাত্রশিবির কর্মীরা।

বুধবার দুপুরে এই হামলার পর দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

চকবাজার থানার ওসি আজিজ উদ্দিন জানান, বেলা ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় শিবিরকর্মীরা এ হামলা চালায়।

কলেজের অ্যাকাডেমিক ভবনে তখন কর্তৃপক্ষের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতাদের বক্তৃতার শেষ পর্যায়ে শিবিরকর্মীরা দুটি হাতবোমা ফাটায়। এ সময় হুড়োহুড়ি শুরু হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের মধ্যে দুই পক্ষই বৃষ্টির মত ঢিল ছুড়তে থাকে বলে কলেজের এক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

সংঘর্ষ শুরুর খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেয়। সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানান চকবাজারের ওসি।

কিছুক্ষণ পর সংঘর্ষ থামলেও ছাত্রলীগ কলেজের বাইরের রাস্তায় এবং শিবিরকর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে থায় পুরো এলাকায় উত্তেজনা চলছে বলে স্থানীয়রা জানান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর