রক্তের সিঁড়ি বেয়ে বিজয়ের পতাকা

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে গৌরবগাঁথা দিন। এ দিনে বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ, একটি ভূখণ্ড, একটি মানচিত্র, একটি পতাকা। রক্তের সিঁড়ি বেয়েই বিজয়ের পতাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। শোক আর রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে দিবসটি পালন করবে অন্যরকম অনুভূতি নিয়ে। অফুরন্ত আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে অর্জিত এ মহান বিজয়ের ৪৪ বছর পূর্ণ হলো আজ। দিবসটি আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বীরের বেশে আওয়াজ হচ্ছে সর্বত্র। এ দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বীরের বেশে আওয়াজ আর শুনতে পেত না জাতি। সেই মহান নেতাকে সপরিবারে হত্যা করেছে দেশের কুলাঙ্গার একটি চক্র।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর