করোনা আক্রান্ত ফায়ার সার্ভিসের ১৫৬ কর্মী সুস্থ

হাওর বার্তা ডেস্কঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫৬ জন করোনা আক্রান্ত কর্মী সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন ২০২ কর্মকর্তা-কর্মচারী।

এখনও আক্রান্ত আছেন এমন ৪৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুলসহ (নারায়ণগঞ্জ) বিভিন্ন স্থানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখনও যারা করোনা আক্রান্ত আছেন তাদের সবাই ভালো আছেন।

এদের মধ্যে ১৫৬ জনের পর পর দু’বার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর