আপনারা যা চেয়েছেন খুব বেশি নয়

মুক্তিযোদ্ধাদের নামে রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করে দেয়ার ঘোষণা দেন। বুধবার দুপুরে মহান বিজয় দিবসে ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সকাল ১১টায় পায়রা ও বেলুন উড়িয়ে মূল আয়োজনের উদ্বোধন করেন ঢাকার দুই মেয়র। সাঈদ খোকন বলেন, মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার একটি সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছে। আমি ও আনিস ভাই গিয়ে স্থানীয় সরকার মন্ত্রীকে ট্যাক্স মওকুফ করতে অনুরোধ করবো। তিনি বলেন, ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের নামে ঢাকার সড়কগুলোর নামকরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের জন্য জুরাইনের কবরস্থানে দেড় একর জায়গা সংরক্ষিত রাখা হয়েছে। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, আপনারা স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের সবকিছু দিলেও এ ঋণ শোধ করা যাবে না। দোয়া করবেন, যেন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য নগর ভবনের দুয়ার সবসময় খোলা। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসবেন। আমরা আপনাদের পাশে আছি। সাঈদ খোকন বলেন, তিন কোটি মানুষের ঢাকা সীমাহীন সংকট ও সমস্যার সম্মুখীন। শুধু মেয়র, কাউন্সিলর আর কর্মকর্তাদের দিয়ে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। আপনারা আমাদের পাশে থাকলেই এসব সংকট উত্তরণ সম্ভব। এসময় আনিসুল হক বলেন, আমাদের চামড়া কেটে দিলেও আপনাদের ঋণ পরিশোধ হবে না। আপনারা যা চেয়েছেন, খুব বেশি চাওয়া নয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল ঢাকা ইউনিট কমান্ডের কমান্ডার আমির হোসেন মোল্লা, সেক্টরস কমান্ডার ফোরাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন, ৩৮ নং ওয়ার্ডের আবু আহমেদ মান্নাফী প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর