ভক্তদের প্রতি ‘বাংলা চলচ্চিত্র’ গ্রুপের বিশেষ নির্দেশনা

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশি সিনেমা নিয়ে আলাপ-আলোচনা ও প্রচারণা বিষয়ক ফেইসবুক গ্রুপ ‘বাংলা চলচ্চিত্র’। যার সদস্য সংখ্য আড়াই লাখেরও বেশি। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক সেলিব্রিটি নিয়মিত এই গ্রুপে পোস্ট করেন, নানা বিষয়ে নিজেদের মতামতও জানান।

তবে এই গ্রুপের একটি বিষয় নেতিবাচকভাবে দেখেন অনেকে। সদস্যদের অনেকেই যে কোনো উপলক্ষে নির্দিষ্ট তারকাদের টেনে আনেন।

কারো মন্তব্য প্রতি প্রশংসামূলক, কারো বা অযাচিতভাবে নিন্দায় ভরপুর। তারা পরস্পরকে নির্দিষ্ট তারকার নামেই সম্বোধন করেন।এ কারণে গ্রুপের পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন অনেকে। ভক্তদের অকারণ তর্ক এড়াতে এবার এসেছে বিশেষ ঘোষণা।

অ্যাডমিন তানভীর খালেদের এক ঘোষণায় বলা হয়, “গ্রুপে পোস্ট করার সময় কেউ শাকিবিয়ান, আরিফিনিয়ান, সিয়ামিয়ান এ শব্দগুলো ব্যবহার করবেন না। করলে পোস্ট অ্যাপ্রুভ হবে না। এটি বাংলা চলচ্চিত্রের গ্রুপ, কোন ফ্যান ক্লাবের না! ধন্যবাদ!”

তিনি জানান, ধ্বংসপ্রায় ইন্ডাস্ট্রির ইতিবাচক ভবিষ্যত ও ভালো কাজের পাশে থাকার স্বার্থে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বর্তমানে এই গ্রুপে বাংলা চলচ্চিত্রের সোনালী দিন নিয়ে নিয়মিত লেখা প্রকাশ হচ্ছে।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর