মকবুলা মনজুর আর নেই

হাওর বার্তা ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন কথাসা‌হি‌ত্যিক মকবুলা মনজুর। শুক্রবার (৩ জুলাই) সন্ধ‌্যায় নগরীর উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তি‌নি (ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহির রা‌জিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।

পা‌রিবা‌রিক সূত্রে জানা যায়, মকবুলা মনজুরের দুই ছেলে ও দুই মেয়ে। তাদের তিনজন বিদেশে বসবাস করেন। তার স্বামীর নাম মনজুর হোসেন। এ প‌রি‌স্থি‌তিতে পা‌রিবা‌রিক আলোচনার মাধ‌্যমে তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৯৩৮ সালের ১৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার মুগবেলাইয়ে জন্মগ্রহণ করেন মকবুলা। তার বাবা মিজানুর রহমান লেখালেখি করতেন। তার ভাই ইবনে মিজান প্রখ‌্যাত চল‌চ্চিত্রকার।

মাত্র ৮ বছর বয়সে ছড়া লেখার মধ‌্য দি‌য়ে লেখালেখি শুরু করেন মকবুলা। ১৮ বছর বয়স থেকে কথাসাহিত্যে অনুরাগী হন। স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধোত্তর পরিস্থিতি, সামাজিক ও রাজনৈতিক সঙ্কট, নারীবাদী চেতনা তার লেখায় উঠে আসে। ২০০৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তি‌নি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর