ইভটিজিংয়ের দায়ে ৬০ বছরের বৃদ্ধকে কারাদণ্ড

হাওর বার্তা ডেস্কঃ ইভটিজিংয়ের অপরাধে নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের আইয়ুব আলী খন্দকার নামে (৬০) এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আইয়ুব আলী পানিপাড়া গ্রামের কালা মিয়া খন্দকারের ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বড়দিয়া গ্রামের শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর দিকে কটূক্তি করতো। বর্তমানে করোনাভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় শুক্রবার (২৬ জুন) সকালে ওই ছাত্রী বাড়ি থেকে পাশের পুটিমারি বাজারে যাওয়া জন্য আইয়ুব আলীর ভ্যানে উঠে। চলতি পথে আইয়ুব আলী তাকে কুপ্রস্তাব দেয় ও শরীরের আপত্তিকর স্থানে হাত দেয়। পরে মেয়েটি বাড়িতে এসে তার মাকে জানায়। এবিষয়ে মেয়েটির পরিবার নড়াগাতি থানায় একটি অভিযোগ দায়ের করে। নড়াগাতি থানা পুলিশ অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে শুক্রবার দুপুরে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি ওই কারাদণ্ড দেন।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিবুল আলম বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় তাকে তিন (৩) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর