করোনায় প্রথম মৃত্যু সাতক্ষীরা

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনা মহামারির প্রায় তিন মাস পর ভাইরাসটিতে প্রথম মৃত্যু দেখলো সাতক্ষীরা। দক্ষিণের এ জেলায় প্রথম করোনা শনাক্তও হয় একেবারে শেষের দিকে। মৃত ব্যক্তির নাম অনিল বিশ্বাস। তার বাড়ি দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের রত্নেশ্বরে।

শুক্রবার (২৬ জুন) রাতে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২৬ জুন সাতক্ষীরায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে অনিল বিশ্বাস নামে একজন রয়েছেন, যিনি গত মঙ্গলবার (২৩ জুন) সকালে মারা যান।
সিভিল সার্জন বলেন, বিষয়টি শনিবার (২৭ জুন) আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবো। অনিল বিশ্বাসই সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি হিসেবে গণ্য হবেন।
এ প্রসঙ্গে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বিপ্লব কুমার বলেন, সোমবার (২২ জুন) বিকেলে শ্বাসকষ্ট নিয়ে অনিল বিশ্বাস দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার সকালে করোনা ডেডিকেটেড হাসপাতালে তাকে রেফার করার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর