আরো অপেক্ষা করতে চাই -তানজিন তিশা

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনেকটাই স্থবির হয়ে পড়েছে শোবিজ অঙ্গন। শুটিং শুরু হলেও চলতি প্রজন্মের বেশিরভাগ জনপ্রিয় অভিনয়শিল্পীরা এখনই ফিরতে রাজী নন। অবস্থা আরো ভালো হবার অপেক্ষা করতে চান তারা। এই তালিকায় রয়েছেন নাটকের জনপ্রিয় তারকা তানজীন তিশাও। ১৮ই মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে আছেন এ অভিনেত্রী। এই সময়ে তেমন একটা ঘর থেকে বের হচ্ছেন না তিশা। নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই কাজে ফিরছেন না তিশা। এ বিষয়ে তিনি বলেন, এখনই ফিরতে চাই না।

কারণ করোনা পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। অনেকে শুটিং শুরু করেছেন। কিন্তু আমি আরো অপেক্ষা করতে চাই। এই সময়ে শুটিংয়ে ফেরাটা নিরাপদ মনে করছি না। বাসায় কিভাবে সময় কাটাচ্ছেন জানতে চাইলে তিশা বলেন, বাসায় বিভিন্নভাবে সময় কাটাচ্ছি। নামাজ পড়ছি, ঘরের টুকটাক কাজ করছি, মাঝেমধ্যে রান্না করার চেষ্টা করছি। এর বাইরে মাস খানেক আগে ইউটিউব চ্যানেল খুলেছি। আসলে দীর্ঘদিনের ইচ্ছে ছিলো এ কাজটি করার। তাই এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে ইউটিউব চ্যানেল খুলে ফেললাম। ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করে ইউটিউবে আপলোড করছি। আমার ভক্ত-দর্শকের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। করোনার প্রভাব কেটে গেলে তখন বড় পরিসরে চ্যানেলটিতে নিত্যনতুন কনটেন্ট আপলোড করার পরিকল্পনা আছে। এদিকে এরইমধ্যে বেশকিছু অসহায় ও দুস্থ পরিবারকে এই করোনার খারাপ পরিস্থিতিতে সহায়তা করেছেন তিশা। এ বিষয়ে তিনি বলেন, আসলে অবস্থাটা সবার জন্যই প্রতিকূল। তবে বেশি সমস্যায় পড়েছেন নি আয়ের মানুষেরা। সাধারণ ছুটিতে তারা বেশ বিপাকে পড়েছিলেন। এখন লকডাউন না থাকলেও তাদেও আয় কিন্তু আগের মতো নেই। করোনার এই পরিস্থিতিতে তাই এসব মানুষদের পাশে সবারই দাড়ানো উচিত বলে মনে করি। আমিও আমার তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর