আজ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে পণ্যবাহী নৌ চলাচল করবে বলে জানিয়ে সংস্থাটি। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক একে এম আরিফ উদ্দিন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেল থেকে দেশের সব নদীবন্দরে চলাচলকারী যাত্রীবাহী নৌ চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে নৌ-মন্ত্রণালয় থেকে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

এর আগে, সোমবার মধ্যরাত থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। তবে আগেই টিকেট বিক্রি হওয়ার কারণে এখনো আন্তঃনগর ট্রেন চালু রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর