ইতালিতে একদিনে আরো ৬০৩ মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬০৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মৃত্যু হলো ৬ হাজার ৭৭ জনের।

ইতালির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৯০ জন। এ নিয়ে দেশটিতে এ রোগে মোট আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯২৮ জন।

গত রোববার ইতালিতে একদিনে মৃত্যু হয়েছিল ৬৫১ জনের। তিনদিন আগেই সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।

এদিকে গত তিনদিনে ইতালিতে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ইতালির ত্রিয়েস্তা হাসপাতালে গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ খান (৬০) নামের একজনের  মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে তিনি জ্বর, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ইতালির মোনফালকোনা শহরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নরসিংদী।

আর গত শুক্রবার রাতে ইতালির  মিলান শহরে করোনায় আক্রান্ত হয়ে গোলাম মাওলা (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা যান। সর্দি কাশি, ঠাণ্ডা জনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৬ হাজার ৯৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৬৫ জন। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর