শঙ্খ ধ্বনি, হাততালিতে ব্যস্ত কেন বলিউড তারকারা

হাওর বার্তা ডেস্কঃ  বিকাল ৫টা। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মুম্বাইবাসী করতালি দিতে থাকেন। বলিউড তারকারাও নিজ নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেন। গোটা বিশ্ব যখন করোনা প্রকোপে মুখের হাসি হারিয়ে ফেলেছেন, ঠিক তখন মুম্বাইতে এমন কাণ্ড কেন?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই বলেছিলেন—জরুরি সেবায় যুক্ত মানুষদের বাইরে বের হতেই হবে। অন্য মানুষেরা ঘরের বাইরে আসবে না। রোববার বিকেল ৫টায় বাড়ির দরজায় দাঁড়িয়ে ঘণ্টা, শঙ্খ ও হাততালি দিয়ে জরুরি সেবায় যুক্ত মানুষদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে বলিউড তারকারা ভারতে করোনাভাইরাসের সঙ্গে লড়তে যেসব চিকিৎসক, নার্স, হাসপাতালকর্মী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের কেউ ঘণ্টা বাজিয়েছেন। অনেকে বাসন কিংবা পাতিলে চামচ দিয়ে আওয়াজ তুলেছেন। এভাবেই চলে ৫ মিনিট।

এই অভিবাদনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তারকারা। অমিতাভ বচ্চন একটি ভিডিও তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এতে দেখা যায়, জুহুর বাংলোর বারান্দায় দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন, নাতনি আরাধ্য বচ্চন, অমিতাভের মেয়ে শ্বেতা নন্দা, নাতনি নভ্যা নাভেলি নন্দাও ছিলেন। এ সময় সবার পরনে ছিল সাদা রঙের পোশাক। ৭৭ বছর বয়েসি অমিতাভ ক্যাপশনে লিখেন—ঐতিহাসিক…একমাত্র আমরাই…এবং আমরা বিজয়ী।

অভিনেত্রী ভূমি পেডনেকারও একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এতে তাকেও তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানাতে দেখা যায়। এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, আমাদের নায়কেরা, চিকিৎসকেরা, মেডিকেল স্টাফেরা এবং যারা সামনে থেকে এই মহামারি মোকাবেলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের অভিবাদন।

অভিনেতা অক্ষয় কুমারকেও ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে করতালি ও হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়। ক্যাপশনে লিখেন, আপনাদের নিঃস্বার্থ সেবার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে রণবীর সিং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপিকা পাড়ুকোনের হাততালি দেওয়া একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমাদের নায়কদের ধন্যবাদ।

এছাড়াও কঙ্গনা রাণৌত, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, রোহিতসহ অনেক তারকাই অভিবাদন জানাতে বারান্দায় বেরিয়ে আসেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর