ভিন্ন আবহের গল্পে তিশা

হাওর বার্তা ডেস্কঃ ১৯৭১ সালের উত্তাল মার্চে কল্যাণী নামের এক নারী ইসলামপুরে তার পৈতৃক ভিটায় কয়েকটি মেয়ে নিয়ে বসবাস করতো। কল্যাণীর বাড়িটি মূলত একটি পতিতালয়। এলাকার খালেক কল্যাণীদের পাড়ায় নিয়মিত আসে। একদিন সামান্য একটি বিষয়ে বড় ধরনের বাকবিতণ্ডা হয় দুজনের মধ্যে। তারপর গল্প মোড় নেয় ভিন্নদিকে। এমনই এক ভিন্ন আবহের গল্পে নির্মিত হলো ২৬শে মার্চের বিশেষ নাটক ‘কালের আবর্তে’। এতে কল্যাণী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। খালেকের চরিত্রে শতাব্দী ওয়াদুদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর