বেতন কমতে পারে মেসিদের

হাওর বার্তা ডেস্কঃ  করোনাভাইরাসের কারণে খেলা, অনুশীলন বন্ধ থাকার পর এখন এর নানা পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে শুরু করেছে। ক্লাবগুলোকে খেলোয়াড়দের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে, অথচ ম্যাচ হচ্ছে না, তাই আয়ও বন্ধ। এই আর্থিক পরিস্থিতি কী করে সামলানো যায় তা নিয়ে গত শুক্রবার ভিডিও কনফারেন্সও করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। যে বিকল্প নিয়ে আলোচনা হয়েছে তা হলো, খেলোয়াড়-কোচদের বেতন কমানো।

ইউরোপে এই মুহূর্তে বার্সার খেলোয়াড়দের বেতনই সবচেয়ে বেশি। অঙ্কটা ৫০০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে। মেসি প্রতি সপ্তাহে নেন প্রায় সাড়ে পাঁচ লাখ ইউরো, যা তাঁকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বানিয়ে দিয়েছে। বার্সায় দ্বিতীয় সর্বোচ্চ তিন লাখ ইউরো পান আন্তোয়ান গ্রিয়েজমান, লুই সুয়ারেজ পান এর কাছাকাছিই। যদিও শুক্রবারের বৈঠকে এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যা হতে পারে আগামী সপ্তাহে। মার্কা

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর