কান চলচ্চিত্র উৎসব স্থগিত

হাওর বার্তা ডেস্কঃ করোনায় বিপর্যস্ত এখন গোটা বিশ্ব। বিশ্বের ১৮০টিরও বেশি দেশে ছড়িয়েছে ভাইরাসটি। ইতালিতে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে চীনের সংখ্যাকে ছাড়িয়েছে। করোনার বিস্তার ঠেকাতে এখন সবচেয়ে বেশি গুরুত্ব  দেয়া হচ্ছে লোকসমাগম এড়াতে। এজন্য বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ করে দিচ্ছে, ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে বিনোদন দুনিয়াতেও। তারই ধারাবাহিকতায় এবার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশঙ্কা আগেই ছিল।

আগামী ১০ই এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল কর্তৃপক্ষের। কিন্তু এর ২০ দিন আগেই আপাতত উৎসব স্থগিত রাখার কথা ঘোষণা দিয়েছেন আয়োজকরা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ২০২০ সালের ৭৩তম কান চলচ্চিত্র উৎসব পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। জুনের শেষ ও জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত উৎসবটি স্থগিত থাকবে। বিশ্বের এবং ফ্রান্সের অবস্থার উন্নতির ওপর ভিত্তি করে উৎসবের দিন ঠিক করা হবে বলেও জানানো হয়েছে। ২০২০ সালের কান চলচ্চিত্র উৎসব দক্ষিণ ফ্রান্সে ১২ই মে থেকে ২৩শে মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর