১৮ মার্চ হাসতে নেই মানা

হাওর বার্তা ডেস্কঃ * জোকস-১ বল্টু: হাসপাতাল থেকে অপারেশন না করেই পালালি কেন?

নান্টু: দোস্ত, না পালিয়ে উপায় ছিল না!

বল্টু: তাই বলে এক্কেবারে অপারেশন টেবিল থেকে?

নান্টু: নার্স শুধু বারবার বলছিল, ছোট অপারেশন, ভয়ে কাঁপবেন না, স্যার! খোদার ওপর ভরসা রাখেন!

বল্টু: ভীতুর ডিম! নার্স তোরে এসব বললো আর তুই পালিয়ে এলি?

নান্টু: আরে আমাকে না, এসব বলছিল ডাক্তারকে…

* জোকস-২

গোসল করতে গিয়ে কাপড় চুরিইউরোপের সরকারি গোসলখানায় এক লোক ঢুকলেন। ঢোকার আগে নিজের জিনিসপত্র খুলে রাখলেন নির্দিষ্ট স্থানে। চুরি হওয়ার ভয়ে সেগুলোর ওপরে সাদা কাগজে লিখে রাখলেন, ‘মার্শাল আর্টে অলিম্পিক চ্যাম্পিয়ন’!

কাজ শেষে ফুরফুরে মেজাজে বাইরে এসে দেখেন তার জিনিসপত্র লাপাত্তা। সতর্কবাণী লেখা কাগজটি শুধু পড়ে আছে উল্টানো অবস্থায়। তাতে লেখা, ‘হান্ড্রেড মিটার স্প্রিন্টে বিশ্ব চ্যাম্পিয়ন’!

* জোকস-৩

সারাক্ষণ সাজগোজ নিয়ে ব্যস্ত দুই ছেলের মা একপর্যায়ে বুঝতে পারেন, চারদিকে তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। সকাল সকাল স্বামীর মুখ থেকেও এমন অভিযাগ শুনেছেন। তাই মন খুব খারাপ।

নাশতার টেবিলেও সেই দুঃখ তার পিছু ছাড়ল না। আবেগপ্রবণ হয়ে পাশে বসা ছেলেকে প্রশ্ন করলেন-

মা: আচ্ছা বাবা সজল, ঠিক করে বল তো আমি কি আসলেই একজন বাজে মা?

ছেলে: তুমি ভুল করছো মা! আমি সজল নই, আমি কাজল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর