দেশে আরও তিনজন করোনায় আক্রান্ত, মোট ১৭

হাওর বার্তা ডেস্কঃ দেশের আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন। আইইডিসিআর’র নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

সংক্রমণের শিকার তিনজনই একই পরিবারের সদস্য- যাদের দুজন পুরুষ ও একজন নারী। ইতালি ফেরত ব্যক্তির মাধ্যমে তারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন তারা। আক্রান্ত পুরুষদের বয়স ৬৫ ও ৩২ বছর, আর নারীর বয়স ২২।  যাদের একজন সম্প্রতি ইতালি থেকে দেশে এসেছেন।

বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টির ওপর ওই সময় গুরুত্ব তুলে ধরা হয় ব্রিফিংয়ে। এ ছাড়া করোনাভাইরাস পরীক্ষা প্রসঙ্গে জানানো হয়, বিদেশ থেকে এক লাখ নতুন কিট আনা হবে।

এ দিকে বুধবার দেশে প্রথম কোনো করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। মৃত ব্যক্তির বয়স ৭০ বছর। তিনিও ইতালি ফেরত ব্যক্তির মাধ্যমে আক্রান্ত হয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর