যশোরে মনিরামপুরের বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ যশোরের মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মুকুন্দ রায় নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুকুন্দ রায় ওই গ্রামের অমুল্য রায়ের ছেলে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ আশরাফুল আলম জানান, উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের নিজবাড়িতে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মুকুন্দ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মুকুন্দ রায়ের লাশ সৎকারের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর